মো: ইমরান হোসেনঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আওয়ামী যুবলীগের সুবর্ন জয়ন্তী উপলক্ষে “মানবিক সেবা’ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সাবেক সদস্য যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে পশ্চিম মাদারবাড়ি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ওয়াটার ফিল্টার প্ল্যান্ট স্থাপন করা হয়।
এসময় দেবাশীষ পাল দেবু বলেন, আমাদের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যে নির্দেশনা দিয়েছেন যুবলীগকে মানবিকতা নিয়ে কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য তার অংশ হিসেবে এ সুপেয় পানির ব্যবস্থা করেছি বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য। আমরা পর্যায়ক্রমে চট্টগ্রাম শহরের আরও স্কুলে এভাবে সুপেয় পানির ব্যবস্থা যুবলীগের পক্ষ থেকে করা হবে। আমরা আশা করবো যে এই ধরনের মানবিক কাজ নিয়ে অদূর ভবিষ্যতেও এই চট্টগ্রামবাসীর পাশে অতীতের মত যুবলীগ থাকবে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সির গোলাম মোহাম্মদ জুবায়ের, নগর যুবলীগ নেতা আবদুল হাই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বড়ুয়া, শিক্ষক নাসিমা বেগম, মোঃমাসুদ, নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী, রাশেদ জোবায়ের, মন্জু, মাসুদ, রাহাত, সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম, সাজিবুল ইসলাম সজীব, সম্রাট, আরমান, ইফতেখার উদ্দীন ইফতি, আবিদ হাসান, রবিউল হোসেন রিফাত, রনি, ফয়সাল প্রমুখ।