সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় চলাচলের রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ২ ব্যক্তিকে ১৬ হাজার টাকা ও বাদুরতলা এলাকায় ফুটপাত দখল করে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করার অপরাধে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ দোকান উচ্ছেদ করে দখল মুক্ত করা হয়। একই আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় ২ ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
পড়েছেনঃ ১০৪