সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন

সময়ের নিউজ ডেস্কঃ “স্বেচ্ছাসেবার মাধ্যমে সংহতি” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন করেছে সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ। ৫ ই ডিসেম্বর ২০২২ ইংরেজি বিকাল ৩ টায় চট্টগ্রামের কাজির দেউরিস্থ এম এ আজিজ স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করে সংগঠনটি৷ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সমূহের স্বেচ্ছাসেবকদের আনন্দঘন উপস্থিতিতে মুখরিত র‍্যালীটি‍ এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু করে সি আর বিস্থ শিরিষতলায় শেষ হয়।

সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি লায়ন নবাব হোসেন মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফের পরিচালিত আলোচনা সভায় সঞ্চালনা করে সাবেক সভাপতি মোঃ এহসান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব রেজাউল করিম। সভায় আরো বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, বায়েজিদ সুমন, মঈন উদ্দিন আকবর, শাকিল মাহমুদ, কামরুল ইসলাম, জাহিদ তানছির, এম এ জলিল,নজরুল ইসলাম জয়,বিবি ফাতেমা প্রমুখ।

এছাড়াও উপস্থিত সংগঠন গুলো পক্ষে নগরফুল, স্বপ্ন ও আগামী, বর্ণের ইশকুল, চিটাগং বয়েজ, প্রতিজ্ঞা সংঘ, প্রবাহ, ঐকতান, কল্যাণ, সমাধান ফাউন্ডেশন, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশন, ক্ষুদ্র স্বপ্ন ফাউন্ডেশন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, প্রচেষ্টা ফাউন্ডেশন,কল্যাণ- রক্ত দিন স্বজন হোন,স্মাইল বাংলাদেশ,লিজেন্ড ফাউন্ডেশন, স্বপ্নীল বাঙালী, অব্যাট থিং থ্যাংক, গাছবাড়িয়া স্পোর্টিং ক্লাব, ড্রিম টাচ, টেরী বাজার ব্ল্যাড ব্যাংক, যোদ্ধা, ময়ূরাক্ষী, ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা, , আবাম ফাউন্ডেশন, নিষ্ঠা ফাউন্ডেশন, সানরাইজ স্যোসাল অর্গানাইজেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ডোনেট লাইফ, ব্লাড গ্রুপ, আলোর আশা যুব সংঘ, ইপসা, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশন, ইয়ুথ ভয়েজ অব চট্টগ্রাম, আ জ ম নাছির ব্ল্যাড ব্যাংক, জুনিয়র ব্ল্যাড ফাউন্ডেশন, কোনাখালী ব্ল্যাড ব্যাংক, দিশারী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, নিশ্বাসের বন্ধু, জুনিয়র ব্ল্যাড ডোনার ফাউন্ডেশন, দূরন্ত দূর্নিবার- কর্ণফুলী, রক্ত বন্ধু, বিউসি ব্ল্যাড ব্যাংক বাংলাদেশ, মুসাইদাহ ফাউন্ডেশন, চন্দনাইশ ব্ল্যাড ফাউন্ডেশন, জাগ্রত নারী, সন্দ্বীপ ফ্রেন্ডস ব্ল্যাড ডোনার, নগরতারা, নবতরুণ ব্ল্যাড ডোনার ফোরাম, চন্দনাইশ ব্ল্যাড ডোনার ফোরাম, রেইনবো ফাউন্ডেশন, রেজা মানব কল্যাণ ফাউন্ডেশন, পাইন্দং যুব সংঘ, কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশ, মনবতার যুব সংঘ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।