মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে নির্মাণ শ্রমিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন রৌমারী এর আয়োজনে মঙ্গলবার ১৩ ডিসেম্বও বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে একদিনের এই প্রশিক্ষণ কর্মশালা অনৃষ্ঠিত হয়।
বাস্তবায়নকারী সংস্থা যোগাযোগ ও ভৌতঅবকাঠামো উন্নয়ন বিষয়ক স্থানী কমিটি ও সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল এজেন্সী জাইকা এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, উপজেলা সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার শ্রমিক ও সংবাদকর্মীসহ আরও অনেকে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্ত্যবে বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারায় দক্ষ শ্রমিক সৃষ্টি করতে হবে। যুগ উপযোগী মানসম্মত কাজের জন্য দক্ষ শ্রমিক প্রয়োজন বলে মনে করেন বক্তারা।