হাটহাজারীতে ট্রেনের নিচে পড়ে দুবাই প্রবাসীর মৃত্যু

আরব আমিরাত প্রতিনিধি: হাটহাজারীতে ট্রেনের নিচে পড়ে জাবেদ হোসাইন (২১) নামে প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রপল্লী এলাকা চট্টগ্রাম টু বিশ্ববিদ্যালয় সড়কে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাদমতল কাশেম বাপের বাড়ির আবুল কাশেমের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাত নয় টায় তার বড় ভাবির মোবাইলে ফোন করে বলে আমি ঢাকায় চলে যাচ্ছে। তার মাকেও মাফ করে দিতে বলে। তারপর থেকেই মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে না ফেরায় তার বড় ভাইসহ বাড়ির সবাই চারিদিকে খোঁজাখুঁজি করে। বুধবার সকালে খবর পাই ট্রেনের নিচে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে।