ডেস্ক রিপোর্টঃ রাউজানের পশ্চিম আধারমানিক গুজরা ঊপালী সংঘের উদ্যোগে সভাপতি ডা. উত্তম বড়ুয়া যীশুর সভাপতিত্বে সুশীল বড়ুয়া ও পবন বড়ুয়ার সঞ্চলনায় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন করে, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিজয় রেলী ও বিবাহিত-অবিবাহিত যুবকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রোজী, বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ দিদারুল আলম এবং ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল বড়ুয়া। পরে সভা শেষে সংঘের সদস্যদের অংশ গ্রহণে মুক্তিযুদ্ধের জাগরনের গান পরিবেশন করা হয়, এতে অংশ নেন, ডাঃ উত্তম বড়ুয়া যীশু, সুশীল বড়ুয়া, শ্রীমান বড়ুয়া, রবিশংকর বড়ুয়া, চম্পক বড়ুয়া, শুভগত বড়ুয়া রিকু, ইন্দ্রজিৎ বড়ুয়া সাবু, সিদ্ধান্তশংকর বড়ুয়া, জুলন বড়ুয়া, পবন বড়ুয়া, মিন্টু বড়ুয়া, সুমন বড়ুয়া, পীযূষ বড়ুয়া, জনি বড়ুয়া, জয় বড়ুয়া, জয়া বড়ুয়া, রুপাস বড়ুয়া, জিতু বড়ুয়া জয়ন্ত, ইতু বড়ুয়া জয় এতে অংশ নেন। সর্বশেষ গ্রামের উদীয়মান সংগীত শিল্পীদের মনো মুগ্ধকর পরিবেশনার মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।