পেকুয়া, কক্সবাজার : নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন এই শ্লোগানে পেকুয়ায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এস এম শাহাদাত হোসেন, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আজম খান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার আশেক উল্লাহ সহ আরো অনেকে।। বই উৎসবে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।