
প্রেস বিজ্ঞপ্তি: সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে প্রতারণা করে নকল জন্মনিবন্ধন সনদ তৈরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ জানুয়ারি নগরীর ৩৮ নম্বর বন্দর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সার্ভারে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর অফিসের সার্ভারে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর অফিসের সার্ভারে ৮৪টি ভুয়া জন্মনিবন্ধন পাওয়া যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হলে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে ২৩ জানুয়ারি, ২০২৩ সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নকল জন্মনিবন্ধন সনদ তৈরি চক্রের সদস্য মোঃ জহির আলম, মোস্তাকিম, দেলোয়ার হোসাইন সাইমন ও আব্দুর রহমান আরিফকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানান, সারাদেশ এমন আরো অনেক চক্র আছে যারা এই জালিয়াতিতে যুক্ত। প্রতিটি চক্রে ৩০ থেকে শতাধিক সদস্য রয়েছে। ৫০০ থেকে ৮০০ টাকায় তারা ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে দেয়। গ্রেপ্তার চক্রটি এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করেছে। ধৃত ব্যক্তিদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।