বাগেরহাটে বেমরতা ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি নিয়ে কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বেমরতা ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বেমরতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে, সংস্থার সমন্বয়কারী সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্টিত কর্মশালায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ইউপি সচিব মো: সরোয়ার হোসেন,ইউপি সদস্য আছাদুজ্জামান মুন্সি, মো: কালাম হাওলাদার, কবির হাওলাদার,মতিউর রহমান, সুখেন অধিকারী, শেখ মাসুম বিল্লাহ, সাথী ইসলাম,রেখসোনা বেগম, সাজেদা বেগম। ফিল্ড ফ্যাসিলেটেটর উম্মে জোবায়দা, ফারজানা ববি, শরিফুলইসলাম সোহান সহ ইয়ুথ গ্রপের সদস্যরা। কর্মশালয় বক্তারা স্ট্যান্ডিংকমিটি সক্রিয় হওয়ার জন্য আলাদা আলাদাভাবে মত প্রকাশ করেন এবং অদূর ভবিষ্যতে স্ট্যাডিং কমিটিগুলো আরও সক্রিও হবে এবংইউনিয়ন পরিষদের কর্মকান্ড আরও গতিশীল হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।