প্রেস বিজ্ঞপ্তি: আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। জমকালো আয়োজনের মাধ্যমে দিবসটি পালন হবে দু’ভাবে। সকালে চবির ক্যাম্পাসে ও বিকালে নগরির দ্য কিং অব চিটাগাং-এ। চলবে রাত অবধি। দেশের উচ্চ শিক্ষার প্রাচীনতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ৪ ফেব্রুয়ারি সারাদেশের সাবেক সকল চবিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হবে উৎসব মুখর এই মিলন মেলা।
এই উপলেক্ষে ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম গ্রেসক্লাবে আয়োজক কমিটি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে সাংবাদিকদেরে উদ্যেশ্যে আয়োজক কমিটির সদস্য সচিব ড. মোয়াজ্জেম হোসেন, আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, আবু মোহাম্মদ আতিকুর রহমান, চেয়ারম্যান ম্যানেজমেন্ট বিভাগ চবি ও সমন্বয়কারী সুবর্ণজয়ন্তী, প্রফেসর ড. আ ফ ম আওরঙ্গজেব, ভিসি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়,
প্রফেসর তফজল হক অর্থ সম্পাদক সুবর্ণজয়ন্তী, প্রফেসর ড. সেলিনা আক্তার ভিসি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আহবায়ক মিডিয়া কমিটি, মোহাম্মদ রোসাঙ্গীর, সাবেক ডিএমডি, ব্যাংক এশিয়া, সুবর্ণজয়ন্তীর কো-আহবায়ক আ ন ম ওয়াজেদ আলী, এডভোকেট তসলিমুল আলম সদস্য, মিডিয়া কমিটি সহ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চ শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত। প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের উন্নয়নে বিভিন্নভাবে এই বিদ্যাপীঠের রয়েছে বিস্তৃত ইতিহাস।
সবুজ গাছ -গাছালি, পাহাড়, ঝর্ণা আর অপরুপ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত আমাদের প্রাণের স্মৃতির আঙিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রকৃতির অপরুপ সৌন্দর্যে ঘেরা প্রাচীন ঐতিহ্যে ভরা এই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ হতে ৫০ বছরে সৃষ্টি হয়েছে হাজারো জ্ঞানী-গুণী ও আলোকিত মানুষ। দেশ বিদেশে দেশের উন্নয়নে অবদান রাখছে অত্র বিভাগের হাজারো সাবেক শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ হলো ম্যানেজমেন্ট বিভাগ। ৪ ফেব্রুয়ারি অত্র বিভাগের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী।
আগামী ৪ ফেব্রুয়ারি দিনব্যাপী জমজমাট ও উৎসবমুখর আয়োজনরে মাধ্যমে পালিত হবে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও বিকাল ৪টা থেকে রাত ১১ টা পর্যন্ত নগরির দ্য কিং অব চিটাগাং-এ নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান চলবে। সংবাদ সম্মেলনে আহবায়ক জসিম উদ্দিন চৌধুরীর লিখিত বক্তব্যটি নিচে প্রচার করা হলো:
“শুভ সকাল!
বাংলাদেশের প্রাচীন বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে প্রিন্টমিডিয়া, টিভি ও অনলাইন মিডিয়ার উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের জানাই সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আপনারা জানেন সুবর্ণজয়ন্তী উদযাপন করা সকলের জন্য একটা সৌভাগ্যে ও আনন্দের বিষয়। আমরা অতীব আনন্দ চিত্তে জানাচ্ছি আমরা ম্যানেজমেন্ট পরিবার “সাফল্যের উচ্ছ্বাসে ম্যানেজমেন্ট পঞ্চাশে” এই দীপ্ত স্লোগানে সৌভাগ্যের সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় আমরা আগামীকাল সেই সৌভাগ্যের ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। এই সুবর্ণজয়ন্তী উদযাপন ম্যানেজমেন্ট পরিবারের সকলের কাছে গত দুইমাস যাবত এক মহা উৎসবের উপলক্ষ হয়ে দাড়িয়েছে। গত ৪ নভেম্বর রেজিস্ট্রেশন লিংক উন্মুক্ত করার পর থেকে বিপুল সাড়া পেয়েছি সকলের কাছ থেকে এবং শেষদিন অবধি মোট রেজিস্টারের সংখ্যা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আগামীকাল প্রায় ২২০০ এলামনি, ৭০০ এর মত বর্তমান ছাত্রছাত্রীসহ মোট ৪০০০ এর অধিক অংশগ্রহণকারী উৎসবে যোগদান করবে বলে আশা রাখি।
গত দুমাস ধরে ম্যানেজমেন্ট বিভাগে এক উৎসবের আমেজ বিরাজ করছে সকল ছাত্র- শিক্ষকের মাঝে। আগামীকালের অনুষ্ঠান আমরা দুভাগে পালন করব ক্যাম্পাস এবং শহরে। উভয় জায়গায় আপনাদের উপস্থিতি এবং আয়োজনের সংবাদ পরিবেশন প্রত্যাশা করছি। সকাল ৮ টায় ষোলশহর থেকে শাটল ট্রেন ও বাসযোগে আমরা ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবো, এ যাত্রায় শাটন ট্রেন যাত্রা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনকে কিছুটা হলেও স্মরণ করিয়ে দিবে বলে মনে করি, তাই আমাদের এই আয়োজন। ক্যাম্পাসে সকাল ৯ টায় জিরোপয়েন্ট থেকে Rally নিয়ে শহীদমিনার প্রাঙ্গণে উপস্থিত হব এবং সেখানে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে মাননীয়, ভিসি, প্রোভিসি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে। এ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আমরা সিনিয়র শিক্ষক- এলামনি সমন্বয়ে প্রায় ঘন্টাব্যাপী স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছি, এরপর মধ্যাহ্ন ভোজ শেষে বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একঘন্টার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এর পর পরেই আমরা আবারো শাটল ট্রেন ও বাসযোগে শহরে কিং অব চিটাগাং এ ফিরবো যেখানে আমাদের ২য় ও পরবর্তী আকর্ষণীয় আয়োজন থাকবে। বিকালের আয়োজনে যারা আমাদের আর্থিক অনুদানসহ বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সেসকল প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের সম্মাননা জানানো হবে এবং এর পরেই থাকবে সাংস্কৃতিক পর্ব যেখানে বাংলাদেশের খ্যাতনামা ব্যান্ডদল রেনেসাঁর শিল্পী আমাদের চবির এলামনি নকীব খানঁ, কলকাতার সারেগামাপার জনপ্রিয় শিল্পী সৃজিতা কর এবং চট্টগ্রামের অন্যতম নাচের দল অনন্য বড়ুয়ার দল নৃত্যশৈলী পরিবেশন করবে। একইসাথে নৈশভোজও চলবে এবং সবশেষে আকষর্ণীয় Raffle ড্র অনুষ্ঠিত হবে। আমাদের সুবর্ণজয়ন্তীকে স্মৃতিময় করার জন্য আমরা অত্যন্ত আকর্ষণীয় সুভিন্যর বের করেছি যেখানে অংশগ্রহণকারী সকলের ছবিযুক্ত সকল তথ্যসহ আরো অনেক আয়োজন থাকবে। আমরা বিশ্ববিদ্যালয়সহ বিভাগের ইতিহাস, এতিহ্য নিয়ে এক ডকুমেন্টরী তৈরী করেছি যা সকলের সামনে পরিবেশিত হবে এবং এই ডকুমেন্টরী উৎসবে সকলের কাছে এক নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশারাখি। আগামীকালের এই উৎসবে আয়োজক কমিটির পক্ষে আপনাদের সকলের দাওয়াত রইলো।
আগামীকাল সকলের অংশগ্রহণ এবং আপনাদের সকলের সহযোগীতায় আমরা উৎসবমুখর পরিবেশে সুবর্ণজয়ন্তী পালন করতে পারব যা ম্যানেজমেন্ট পরিবারের সকলের কাছে ইতিহাস হয়ে থাকবে। যে সমস্ত প্রতিষ্ঠান, ব্যাক্তি ও ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন ব্যাচ অনুদান, স্পন্সর, গিফট ও বিজ্ঞাপন দিয়ে সহযোগীতা করেছেন এবং যে সকল মিডিয়াকর্মী গত দুইমাস ধরে সুবর্ণজয়ন্তী আয়োজনের প্রতিটি সংবাদ বিভিন্নভাবে পরিবেশনের মাধ্যমে সহযোগীতা করেছেন তাদের সকলের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীকাল আপনাদের সরব উপস্থিতি এবং সংবাদ পরিবেশন আমাদের উৎসবকে পূর্ণতা দান করবে এবং আমরা আমাদের এই আয়োজনকে স্মৃতিময় করে ধরেরাখার প্রত্যয় ব্যক্ত করে আমাদের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত করছি সকলকে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য।