রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :সরকারের সেবা জনগণের দোর গড়ায় পৌঁছেসহ বিভিন্ন উন্নয়ন মূল কর্মকন্ডে সম্প্রীক্ত করার আহব্বান জানান তিনি। গতকাল সোমবার বেলা ১১ টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারী কমিশনার (ভ‚মি) এবিএম সারোয়ার রাব্বী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি ও মোজাফ্ধসঢ়;ফর হোসেন, বন্দবেড় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান সরকারি উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা, স্থানীয় সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীগণ প্রমূখ।
এসময় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জরুরী ভিত্তিতে কিছু কিছু সমস্যা সমাধানের পথ খুজে কাজ করার বিশেষ ভাবে অনুরোধ করেন। তার মধ্যে উল্লেখ্য, বেড়িবাঁধ না থাকায় উপজেলা বন্যায় কবলীত, রৌমারী হাসপাতালে ভালো চিকিৎসার অভাবে উন্নত চিকিৎসার জন্য ব্রম্মপুত্র নদের কারনে যাতায়াতে সুবিধা করন, রৌমারী ডিগ্রীর চর ব্রম্মপুত্র নদের মুখে বাঁধ নির্মান, যাদুরচর ইউনিয়নে খেওয়ারচর জিঞ্জিরাম নদের উপর রাবার ড্যাম সংস্কারে কৃষকদের কৃষিকাজে সেচ সুবিধা স্থাপনসহ বক্তাগণের রৌমারীর উন্নয়নে ব্যাহত সমস্যাগুলি শোনেন। পরিশেষে কমিশনার সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন।