পিরোজপুর প্রতিনিধি: কষ্টের বোঝা নিয়ে বোবা কান্নারজলে বসবাস করা একজন পিঠা বিক্রেতা,আর একজন মুয়াজ্জিনের দুটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে এইচডিটির পক্ষথেকে দুটি সেলাইমেশিন বিতরণ করা হয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) পিরোজপুর কালিবাড়ি রোডস্থ বাবুই পাঠাগারে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ শফিউল হক মিঠু, পরিবার গুলোর সদস্যদের হাতে উক্ত মেশিন তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাবুই এর প্রতিষ্ঠাতা, হাছিবুর রহমান, বাবই সমাজিক উন্নয়ন সংস্থা র সভাপতি, অমিত বিশ্বাস, এইচডিটির স্বেচ্ছাসেবক, মশিউর ও উপকারভোগি পরিবারের সদস্য বৃন্দ, সার্বিক সহযোগিতায় ছিলেন এইচডিটির সভাপতি নাছির উদ্দিন হাওলাদার।
পড়েছেনঃ ৮৯