লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা অত্যান্ত গুরুত্বপূর্ণ : এমপি শিউলি আজাদ

মো. তাসলিম উদ্দিন সরাইল,( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বুধবার(১৫-ফেব্রুয়ারি) সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন  সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক ও খ শাখা বালক- বালিকা আলাদা ভাবে মোট ৪৮টি ইভেন্টে খেলাধুলা অংশগ্রহণ করেন।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অন্নদা মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  ব্রাহ্মণবাড়িয়া -৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ,  প্রধান অতিথির বক্তব্যে  জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ  বলেন,শিক্ষকরা জাতি গড়ার  কারিগর। শিক্ষকের ভুমিকা সমাজে অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা অত্যান্ত গুরুত্বপূর্ণ, খেলাধূলা শরীর ও মনের বিকাশ সাধন করে। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় আগ্রহী করে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের আহবান জানান এমপি শিউলি আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.মোস্তফা  কামাল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নিজ সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল আলমসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।ক্রীড়া প্রতিযোগিতায় ৪৮টি ইভেন্টে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে।