মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ  দিবসে দারুত তাহযীব হিফয মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সময়ের নিউজ ডেস্ক: মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ  দিবস উপলক্ষে দারুত তাহযীব হিফয মাদরাসা চট্টগ্রাম এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা এইচ-ব্লক শিশু পার্ক মাঠে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- মাদ্রাসার ছাত্র  আবদুল্লাহ আল রাবি,  স্বাগত বক্তব্য পেশ করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সলিম উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এইচ ব্লক সমাজ কল্যান সমিতি -সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ম. নুরুল আবছার। এই সময় তিনি বলেন-   পশ্চিম পাকিস্তান চেয়েছিলো পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে। বঙ্গবন্ধু বলেছিলেন না না পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে।
আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে  এই বাংলা ভাষাকে রক্ষার করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা একটি স্বাধীন রাষ্ট্র, মানচিত্র, পতাকা ও বাংলা ভাষা পেয়েছি। আজ আমরা বাংলা ভাষা কথা বলি, স্বাধীন বাংলাদেশে চলতে পারি।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক -এইচ ব্লক সমাজ কল্যান সমিতি মোঃ গোলাম জাকির শামীম, অজআ বহুমুখী সমবায় সমিতির সভাপতি  মোঃ নঈম ,  ইন্জিনিয়ার  আলী আহমদ প্রমূখ।  শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক-অভিভাবিকা ও   ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।  এতে এতে ছাত্র- ছাত্রী দের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারির সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পায়।
 আনন্দঘন পরিবেশ ও  স্বতঃস্ফুর্ত উপস্থিতে ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্তি হয়