পদযাত্রায় জনতার ঢল প্রমান ক‌রে ক্ষমতাসীন‌দের বিরু‌দ্ধে ক্ষো‌ভের ব‌হিঃপ্রকাশ :মাহা‌বু‌বের রহমান শামীম

প্রেস বিজ্ঞপ্তি :  বিএন‌পির কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক মাহা‌বু‌বের রহমান শামীম ব‌লেছেন,বিএনপির পদযাত্রায় জণগনের ঢল নেমেছে। পদযাত্রায় জনতার ঢল প্রমান ক‌রে ক্ষমতাশীন‌দের বিরু‌দ্ধে ক্ষো‌ভের ব‌হিঃপ্রকাশ।  আর এতেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা হারানোর ভয়ে কাবু হয়ে বিএনপির কর্মসূচীকে ঘিরে শান্তি সমাবেশের নামে সন্ত্রাসীদের দিয়ে অশান্তির সমাবেশ করছে। এই পদযাত্রা থেকে হুশিয়ার করে বলে দিতে চাই সন্ত্রাসীদের দিয়ে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবেনা।

তি‌নি আজ শনিবার ৪ মার্চ, বিকা‌লে নগরীর সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দা‌বি‌তে থানা ভি‌ত্তিক কেন্দ্রঘো‌ষিত সদরঘাট থানা বিএন‌পির পদযাত্রা কর্মসূ‌চি‌তে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে একথা ব‌লেন।

তিনি বলেন, আওয়ামীলীগ লুটপাট করে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে। বিদ্যুৎ সেক্টর থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে মেগা প্রজেক্টের নামে মেগা দূর্নীতি করেছে। আওয়ামী লীগের লুটপাট দূর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। এই দেশের মানুষ ভালো নেই, দেশের মানুষের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। আওয়ামী লুটপাটে যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সামগ্রিক সকল পণ্যের দাম বেড়েছে, তাতে দূর্ভিক্ষ দেখা দিয়েছে। এই দূর্ভিক্ষ মোকাবেলা না করে আওয়ামী লীগ লুটপাট আর অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য বিএনপিকে দমানোর কাজে ব্যস্ত হয়ে আছে। সাফ কথা এই ফ্যাসিস্ট সরকারের অধীনে কোন নির্বাচন হবেনা, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নিরপেক্ষ তত্বাবধায়ক অধীনে স্বাধীন নির্বাচন কমিশন গঠন হবে এবং সে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।

সদরঘাট থানা বিএন‌পির পদযাত্রা নগরীর কদমতলী শুভপুর বাস স্টান্ড থে‌কে শুরু  হ‌য়ে মাদারা‌ড়ি নেওয়াজ হো‌টেল মোড় দি‌য়ে স্ট‌্যান্ড রোড় হ‌য়ে মা‌ঝিরঘাট গি‌য়ে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শের মাধ‌্যা‌মে সমাপ্ত হয়।
সদরঘাট থানা বিএন‌পির সভাপ‌তি মো. সালাউদ্দী‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক হা‌বিবুর রহমা‌নের প‌রিচালনায় পদযাত্রা কর্মসূ‌চি‌ পূর্বসমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য জয়নাল আ‌বে‌দিন জিয়া, মহানগর বিএন‌পির সা‌বেক নেতা ম‌শিউল আলম স্বপন,মোহাম্মদ আলী, কেন্দ্রীয় যুবদ‌লের সদস‌্য সাইফুর রহমান স্বপথ, বিএন‌পি নেতা কাউসার হো‌সেন বাবু, নূর উ‌দ্দিন নূরু, মো. শাহ জাহান, থানা বিএন‌পির সহ সভাপ‌তি খোর‌শেদ আলম, মো. ই‌লিয়াছ, যুগ্ম সম্পাদক জা‌হেদুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক জা‌হিদুল ইসলাম জা‌হিদ, ওয়ার্ড বিএন‌পির ভারপ্রাপ্ত সভাপ‌তি এম এ মুছা বাবলু, সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক, সহ সভাপ‌তি ই‌লিয়াছ রা‌সেদ, ইব্রাহীম মান্নান মিনু, সাংগঠ‌নিক সম্পাদক এম এ আ‌জিজ, র‌বিউল হো‌সেন,নগর কৃষক দ‌লের সদস‌্য আজম খান, নগর যুবদল নেতা কমল জ্যো‌তি বড়ুয়া, নূর জা‌হেদ বাবলু, সদরঘাটা থানা অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ মো. ইসমাইল, নূর খান, মো. রা‌সেদ, ইয়া‌সিন আরাফাত, আ‌নোয়ারুল আ‌বে‌দিন মুন্না,ইউনুছ মিয়া জু‌য়েল, না‌হিদ আলম, কায়সার হামিদ রা‌ব্বি প্রমূখ।