
সময়ের নিউজ ডেস্কঃ ৬ মার্চ, ২০২৩ এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (DSHE) পরিচালক (প্রশিক্ষণ) প্রবীর কুমার ভট্টাচার্য এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চাইল্ড পভার্টি-এর গ্লোবাল ডিরেক্টর সিলভিয়া পারুজ্জোলো বি জি ডি এসাইন্ট এর অধীনে মোবাইল ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বিটা দ্বারা বাস্তবায়িত যুব কর্মসংস্থান দক্ষতা প্রকল্প। অনুষ্ঠান চলাকালীন, তারা উভয়েই এম টি সি এর প্রশিক্ষণার্থী শিশুদের সাথে মতবিনিময় করেন এবং বিটা দ্বারা আয়োজিত স্টেম ক্যারিয়ারের উপর একটি সচেতনতামূলক পাপেট শো উপভোগ করেন।
এছাড়া শাহাজাদা সাঈদ, সেভ দ্য চিলড্রেন ইউকে-এর উপদেষ্টা গবেষণা ও প্রমাণ, তানিয়া শারমিন-চাইল্ড পভার্টি ডিরেক্টর, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, আরো উপস্থিত ছিলন কেয়ার গিভের্স হেলথ কেয়ার লিমিটেডের চট্টগ্রাম অফিসের ডিএমডি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, এডমিন ম্যানেজার মোহাম্মদ রাজু পাঠান একাউন্টস ম্যানেজার জান্নাতুল মাওয়া প্রমুখ।