চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স ফোরামের উদ্যোগে ২ দিন ব্যাপী আন্তর্জাতিক সাইন্টিফিক কনফারেন্স অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স ফোরামের উদ্যোগে ০৩ ও ০৪ মার্চ ২০২৩ তারিখ হাসপাতাল ক্যাম্পাসে ৩য় আন্তর্জাতিক সাইন্টিফিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান এর সভাপতিত্বে আয়োজিত ২দিন ব্যাপী সাইন্টিফিক সেমিনার আয়োজক কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, মেম্বার সেক্রেটারী প্রফেসর ওয়াজির আহমেদ ও এক্সিকিউটিভ সেক্রেটারী প্রফেসর ডাঃ জালাল উদ্দিনের বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হয়।

 

সেমিনারে দেশি-বিদেশি ৫৫০ জনের অংশ গ্রহণের মাধ্যমে ৮০টি পেপার প্রেজেন্টেশন করা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজোনাল এক্স ডাইরেক্টর জেনারেল প্রফেসর মোজাহেরুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাক্তন ডিজি প্রফেসর এম এ ফয়েজ, বিএসএমএমইউ এর ডেন্টাল ইউনিটের প্রতিষ্ঠাতা ডীন ও ওরাল ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর মতিউর রহমান মোল্লা, অবস এন্ড গাইনী সোসাইটি বাংলাদেশের সাইন্টিফিক সেক্রেটারী প্রফেসর শেখ জিন্নাত নাসরিন, প্রফেসর সৌরভ মিত্র সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেমিনারে অংশ গ্রহণ পূর্বক প্রেজেন্টেশন প্রদান করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রেজাউল করিম চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ ইসমাইল খান। অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যায়ে আসা অবধি অসামান্য অবদান রাখার জন্য নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ওয়াজির আহমেদকে সম্মাননা সূচক ক্রেস্ট এবং কার্যনির্বাহী কমিটির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মরহুম প্রফেসর ডাঃ এম নুর উন নবী, হাসপাতালের আজীবন ডোনার সদস্য ও মেগা ডোনার মরহুম সৈয়দ মোহাম্মদ নুরুদ্দিনকে মরনোত্তর সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

 

প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রেজাউল করিম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ এম এ তাহের খান। বিশেষ অতিথি চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ ইসমাইল খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ। এছাড়াও শিল্পি ও হাসপাতাল, মেডিকেল কলেজের চিকিৎসকদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোঃ পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ আজিজ নাজিম উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মোঃ আহছান উল্যাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডাঃ কামরুন নেসা (রুনা), প্রফেসর ডাঃ নাসির উদ্দিন মাহমুদ, জনাব খায়েজ আহমেদ ভূঁইয়া, জনাব মোঃ হারুন ইউসুফ, জনাব এ এস এম জাফর, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক (পরিকল্পনা) ডাঃ বিদ্যুৎ বড়–য়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উপধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়–য়া, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান যথাক্রমে প্রফেসর সিরাজুন নুর রোজী, প্রফেসর মোঃ আনোয়ারুল হক, প্রফেসর অনুপম বড়–য়া, প্রফেসর অলক কান্তি বিশ^াস, প্রফেসর আবদুল কাইয়ুম, প্রফেসর আ ম ম মিনহাজুর রহমান, প্রফেসর মোজাম্মেল হক, প্রফেসর মোজাম্মেল হক শরিফি, প্রফেসর অলক নন্দী, প্রফেসর আবু তারেক ইকবাল, প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম, প্রফেসর মাহমুদ এ চৌধুুরী আরজু সহ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষক, চিকিৎসকগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন