সময়ের নিউজ ডেস্ক : আগামী ৯ মার্চ ২০২৩ ইং থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসিন ব্লু বে ভিউতে “প্রি রামাদান এক্সপো ২০২৩” নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সার্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন অভিনন্দনযোগ্য।
এক্সিবিশনে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৮০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।
এম এন্ড এম বিজনেস কমিউনিকেন্স আয়োজিত ৩দিন ব্যাপী এ আয়োজন বৃহস্পতিবার ,শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এক্সপো সকলের জন্য উন্মুক্ত থাকবে। ৩ দিন ব্যাপী প্রি রামাদান এক্সপো ২০২৩ শুভ উদ্বোধন করবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী ।
পড়েছেনঃ ২৯৭