ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এলেঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে 

প্রতিনিধি  টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যামে ভোটাররা ভোট দিচ্ছেন।
সকাল ৮:৩০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪:৩০ টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরুতেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।
লাইন দীর্ঘ হলেও ইভিএম পদ্ধতিতে অল্প সময়ের মধ্যেই ভোট দেওয়া যাচ্ছে বলে জানান কয়েকজন ভোটার।
এ নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র নূর এ আলম সিদ্দিকী। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামী লীগের সহসভাপতি রেজিনা আক্তার (নারিকেল গাছ) ও আরেক স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাবেক মেয়র শাফী খান (জগ)। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 এ পৌরসভায় ১৫টি কেন্দ্রে মোট ভোটার ৩৫ হাজার ৭৫৪ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৭৫৬, নারী ভোটার ১৭ হাজার ৭৯৭ এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে এলেঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা গঠন করা হয়। এলেঙ্গা বাসস্ট্যান্ড দিয়ে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের কমপক্ষে ২৩টি জেলার যানবাহন চলাচল করে।