পেকুয়ায় অভিযান চালিয়ে ৩টি করাতকলে জরিমানা

রেজাউল করিম, পেকুয়াঃ কক্সবাজার পেকুয়ায় সংবাদ প্রকাশের জের ধরে ৩টি অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে বারবাকিয়া ও টইটং ইউপিতে পৃথকঅভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত। এ সময় বারবাকিয়া ইউপিতে মোজাফ্ফর আহমদের মালিকানাধীন স’মলির মিস্ত্রি শহিদুল্লাহকে ৭হাজার, টইটং ইউপির জুবাইদুল্লাহ লিটনের মালিকনাধীন লিটনকে ১০ হাজার ও শওকতুল ইসলাম খোকনের মালিকানাধীন খোকনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মাস্ক পরিধান না করায় নামের দুই ব্যক্তিকে দুইশ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ওইদিন বারবাকিয়া বাজারে করোনা সচেতনতায় মানুষের কাছে মাস্ক বিলি করা হয়েছে। সহকারি কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত বলেন, লাইসেন্স না থাকায় পৃথক অভিযান চালিয়ে ৩টি স’মিলের মালিককে অর্থদন্ড জরিমানা আদায় করা হয়েছে। এটা আমাদের রুটিন ওয়ার্ক কাজ। অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাস্ক না পরায় নুরুলহুদা ও হেলাল উদ্দিন নামের দুই ব্যক্তি ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

এছাড়া করোনা সচেতনতায় জনগনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিলি করা হয়েছে। মালিক মোজাফ্ফর আহমদপ্রতিযোগিতা চলছে। গতকাল দৈনিক আমার সংবাদ পত্রিকায় ‘বনের গাছ গিলে খাচ্ছে ২৫টি করাতকল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। টনক নড়ে প্রশাসনের। এর জের ধরে এদিন অভিযান চালিয়ে ৩টি করাতকলের মালিককে অর্থ জরিমানা করা হয়।