
মৃত্যুর আগে মরে যাই!
-হাফিজুর রহমান
সময় মানুষকে তাড়া করে এগিয়ে যেতে –
বাঁচতে নয়, মৃত্যুর পথে –
মরতে ছুটে না মানুষ, পাড়ি দিয়ে দুর্গম পথ
বাঁচার চিত্র আঁকে, হাজারো স্বপ্নের ভীড়ে-
করে নানান আয়োজন, ভালোবাসে বাঁচতে।
অথচ মৃত্যুই ভালোবাসে মানুষকে!
হাঁটি-হাঁটি পা-পা করে এগিয়ে আসে পাশে
প্রতিদিন – সময়ের স্রোতে।
যে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি না
এড়িয়ে যাই তার দৃষ্টির আড়াল হতে;
যে ভালোবাসে না, তাকে কাছে পেতে পিছনে ছুটি –
পিছন পায়ের লাথি খেয়েও; আমরা মানুষ!
তাই পছন্দ করি, মৃত্যুর আগে মরে যেতে।
পড়েছেনঃ ১৪৮