উন্নত,আধুনিক,মডেলওপরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে সকলের সহযোগিতা চাইলেন,আব্দুল জব্বার

মো. তাসলিম উদ্দিন, সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): সরাইল সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল জব্বার পরিষদের দায়িত্ব গ্রহন করে বলেছেন, ইউনিয়নবাসীকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই একটি উন্নত, আধুনিক,মডেলওপরিচ্ছন্ন সরাইল সদর ইউনিয়ন পরিষদ। জবাবদিহিতা এবং স্বচ্ছতার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি  দিলেন সরাইল উপজেলা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল জব্বার। মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহন করে উপস্থিত সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বললেন। এদিকে আজ মঙ্গলবার ১৮ জানুয়ারি সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গণ নিজ পরিষদের দায়িত্ব গ্রহন করেছেন বলে জানাযায়, আজ সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো.আব্দুল জব্বার নবাগত নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল জব্বারকে দায়িত্ব ভার বুঝিয়ে দেন, এ সময় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা কাজী আব্দুল মোমেন, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলি,সরাইল সদর ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুল ইসলাম ঠাকুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দায়িত্ব গ্রহণ করে সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার আরোও বলেন, আপনাদেরই পরিষদের উন্নয়ন কাজ করতে আপনাদের সহযোগিতা ও আপনাদের ভালবাসা অনেক প্রয়োজন। সরাইল সদর ইউনিয়নবাসীর সেবা করতে আপনারা আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করেছেন,সেবা দানে কোন প্রকার ভুল যেন না হয় আপনাদের সহযোগিতা কামনা করি। এ সময় তিনি আবারও সবার সহযোগিতা কামনে করে বলেন, জেলার সার্বিক উন্নয়ন হলেও সরাইল উপজেলার সদরে তেমন কোন উন্নয়ন হয়নি। আমি আপনাদেরকে নিয়ে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই বলে এ প্রতিশ্রুতি জানান নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল জব্বার।