মির্জাপুর প্রবাসী পরিষদের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :  চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদের পক্ষ থেকে সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৪ মার্চ বিকাল ৩টায় মির্জাপুর ইউনিয়ন পরিষদের মুছার দোখান জনতা কনভেনশন হল মিলনায়তনে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ১৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী গুলো বিতরণ করা হয়,মির্জাপুর প্রবাসী পরিষদের সদস্যরা বলেন তাদের দীর্ঘ দিনের আশা ও স্বপ্ন আজ পূরণ হয়েছে,তাদের আশা ছিল এমন একটি সংগঠন করে সাধারণ মানুষের পাশে থাকা।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন সুমন খান বলেন এমন একটি সংগঠন হোক এটা আমার স্বপ্ন ছিল।দেশের মায়া ত্যাগ করে প্রবাসের উপার্জিত অর্থ দিয়ে অসহায় মানুষের মাঝে আহার তুলে দেওয়া সত্যি এটা আনন্দের। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুরের বিভিন্ন দেশের রেমিট্যান্স যোদ্ধারা।উল্লেখ্য আজ ইফতার সামগ্রী বিতরণ এর মধ্যে দিয়ে মির্জাপুর প্রবাসী পরিষদটি সূচনা হয়েছে।