বিএসপিইউএ -এর ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :   বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপরিচিত সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) গত ৭ এপ্রিল, শুক্রবার ঢাকার গুলশানে অবস্থিত এইচআর ক্লাবে তাদের ইফতার মাহফিল এবং আলোচনা সভা আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. ইউসুফ এম. ইসলাম । তিনি আল কুরআনের আলোকে গবেষণার গুরুত্ব উপস্থিত অতিথিদের সামনে আলোচনা করেন । আল কুরআন নিয়ে গবেষণায় দেশের শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান । সভায় ড. কাজী শাহদাত কবিরকে সিটি ইউনিভার্সিটির নব উপ – উপাচার্য হিসাবে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা দেয়া হয় । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএসপিইউএ -এর সভাপতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী এবং সঞ্চালনায় ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসি । অনুষ্ঠানে সুপরিচিত মানবসম্পদ ব্যক্তিত্ব ড. মোঃ মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরা সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।