স্থানীয় সমস্যা তুলে ধরে সাংবাদিকরা মূলত দেশের উন্নয়নেই কাজ করেন ; সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিলে বক্তারা

সীতাকুণ্ড প্রতিনিধি :  রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংবাদিকগণ নানান ঝুঁকি নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে হয়। এক্ষেত্রে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকগণ সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছেন। যত হুমকিই আসুক স্থানীয় সমস্যা, অনিয়ম বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে দেশের উন্নয়নে সাংবাদিকগণ কাজ করে যেতে হবে। সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত ৭ এপ্রিল শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরের ইসলামীয়া মার্কেটে ক্লাব প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া। সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস কে এম মেজবাহ উদ্দীন খালেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দৈনিক দেশবাংলা সম্পাদক সাঈদুর রহমান রিমন, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান। ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, ডেইলী পিপলস ভিউ এর প্রধান নির্বাহী আতাহার সিদ্দিক খসরু, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক রতন মিত্র, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু, ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক টিপু দাশগুপ্ত, সীতাকুণ্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক লায়ন বেলাল হোসেন প্রমুখ। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকালের খবর এর ব্যুরো প্রধান মেহেদী হাসান আরিফ, আওয়ামী লীগ নেতা বিজয় চক্রবর্তী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা সভাপতি শামীমা আক্তার লাভলী, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেন পলাশ, অর্থ সম্পাদক ফারহান সিদ্দিক, দপ্তর সম্পাদক ইমাম হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দীন, প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদ হোসেন, শেখ নাদিম, আব্দুল মামুন, মামুনুর রশিদ, মো. নাসির উদ্দিন, নান্টু পাল, আশরাফুল ইসলাম শাহিন, ভোরের কাগজ পাঠক ফোরামের যুগ্ম আহ্বায়ক সৌরভ চৌধুরী, জামাল উদ্দীন, আলেয়া বেগম, সপু কুমার দাশ, আলমগীর, সাংবাদিক শাহ ইমরান প্রমুখ। মাহফিলে অসহায় নারী ও পুরুষদের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়।