প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২০ মে শনিবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগর ইউনিটে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেলকে জয়যুক্ত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির যৌথ মতবিনিময় সভা গতকাল ৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ মুক্তিযোদ্ধা ভবনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও মোহাম্মদ মিজানুর রহমান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের অন্যতম স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সংগঠনের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন চৌধুরী, সদস্য আশরাফুল হক চৌধুরী, আবু হাসান আবদুল হান্নান, রিপন চৌধুরী, সৈয়দ মইনুল আলম সৌরভ, এস.এম ইশতিয়াক আহমেদ রুমি, জুনাইন আহমেদ, মেজবাহ উদ্দিন আজাদ, সগির আহমেদ, শেখ ফরিদ মিঠু, শহীদুল্লাহ কায়সার, নাঈম উদ্দিন খান, নাসির খান প্রমুখ।
বক্তারা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের নেতৃত্বে প্যানেল গঠন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল বর্তমান কমান্ডার মোজাফফর আহমদ। তিনি বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের যে কোনো বিপদে সর্বাগ্রে এগিয়ে যান। তাই আগামী ২০ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের নেতৃত্বাধীন প্যানেলকে জয়যুক্ত করার আহবান জানান বক্তারা।