সীতাকুণ্ডে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

সীতাকুণ্ড প্রতিনিধি  :   বেগম খালেদাজিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তি গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যামূল্যার উর্দ্বগতি সহ ১০ দফা দাবিতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায়ের লক্ষ্যে চট্রগ্রামের সীতাকুণ্ডে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলার কুমিরার ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালিত হয়। সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র সদস্য নূরুউদ্দীন মো: জাহাঙ্গীর চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মো: সেলিম উদ্দিনের সঞ্চচালনায়, প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী মো: সালাহউদ্দিন।

উক্ত অবস্থান কর্মসূচীতে প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন সহ উক্ত অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন দুলাল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য দিদার মাহমুদ চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহম্মেদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো মোরছালিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য আবুল বশর ভূইয়া, এম শামছুদ্দোহা, কামাল উদ্দিন চৌধুরী, জানে আলম বাবুল, পৌর বিএনপির সদস্য মুক্তিযুদ্ধা আবুল মুনসুর, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনাম, আবুল কালাম আজাদ, সালামত উল্লাহ, মো মহিউদ্দিন, মো আকবর হোসেন, জাপর ভুইয়া, মো ইদ্রিস মিয়া মনির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো খুরশেদ আলম মেম্বার, মো আলাউদ্দিন মাসুম, মো নাজিম উদ্দিন, মো সরোয়ার কামাল, মো ইদ্রিস মিয়া, মো জাহেদুল হাসান, শাখাওয়াত হোসেন রাসেল, এড. আইনুল কামাল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিম, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দিন মনি, সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কুরবান আলি শাহেদ, সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো মহিউদ্দিন, যুবদল নেতা নুরুন নবী সালাম, মো ফিরোজ, মো রাসেল, বাবু শাস্রি, মো আলাউদ্দিন, মো জোবায়ের হোসেন, আলমগীর মঞ্জু, মো শাহাদাৎ হোসেন, সালাহউদ্দিন শিকদার, আজম টুটুল, সালাহউদ্দিন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুস্তম আলী, ছাত্রনেতা মাহমুদুল হক মঞ্জু, কাজী দেলোয়ার হোসেন, শাহেদুল হক, মো রাব্বি, মো শুভ, মো মাহফুজ, ইয়াসির আরাফাত, এয়াকুব আলী, নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, সাব্বির জাহান সনি, মো নয়ন, তমাল হোসেন, এম এ মামুন সহ প্রমুখ।