সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর উদ্যোগে ২১ রমজান মক্কা বিজয় দিসব পালন

প্রেস বিজ্ঞপ্তিঃ ১৩ এপ্রিল ২০২৩, ২১ রমজান ১৪৪৪ হিজরী ঐতিহাসিক মক্কা বিজয় এর দিন। পবিত্র রমজানের ২১ তারিখ থেকে নাজাত পর্বের শুরু। এ দিন হযরত মুহাম্মদ (সা:) মক্কা বিজয় করেন। অষ্টম হিজরীর পবিত্র রমজান মাসে রমজানুল মোবারকের ১০ তারিখ মহানবী হয়রত মুহাম্মদ (সা:) মদিনাতুল মনোওয়ারাহ হতে দশ হাজার সাহাবীর বিশাল বহর নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করে দুইশত আশি মাইল পথ পাড়ি দিয়ে ২১ রমজান শুক্রবার মক্কায় প্রবেশ করেন। মহানবী (সা:) এর হুকুমে পবিত্র কাবাঘর থেকে তিনশত ষাট’টি মুর্তি অপসারণ করার পর হযরত মুহাম্মদ (সা:) কাবা শরীফে প্রবেশ করেন। কাবাঘরে সালাত আদায় করে নবীজী মক্কাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষন দান করেন।

মহানবী হযরত (সা:) এর মক্কা বিজয় এর এ দিনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম শিল্পগ্রæপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম খতমে কোরআন, আলোচনা, মিলাদ মাহফিল এবং এতিম হাফেজদের সাথে নিয়ে ইফতারের মাধ্যমে পালন করেন।

আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত মক্কা বিজয়ের এ ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিকের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) আল্লাহর হুকুমে বিনা বাধায় ২১ রমজান শুরুবার মক্কা বিজয় করে কাবা শরীফে প্রবেশ করেন এবং নামাজ আদায় শেষে মক্কাবাসীদের উদ্যেশ্যে ভাষণ দেন। যা ইসলামের জন্য অতীব গুরুত্বপূর্ন ঘটনা। মহানবীজি এ দিনে তাঁর সাহাবাদের মাধ্যমে কাবাঘরকে মুর্তি মুক্ত করে পবিত্র করেন। তিনি বলেন, পবিত্র ইসলামের এ বিজয় থেকে যাত্রা শুরু হয়েছে যা কালকেয়ামত পর্যন্ত অটুট থাকবে।

এ সময় আলেম ওলামা সহ সমাজের বিভিন্ন স্তরের নাগরীকদের সাথে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম ও আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম উপস্থিত এতিম হাফেজ ও ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে নিয়ে ইফতার করেন এবং পরে এতিম শিক্ষার্থীদের হাতে ঈদবস্ত্র তুলে দেন।