
প্রেস বিজ্ঞপ্তিঃ ১৩ এপ্রিল ২০২৩, ২১ রমজান ১৪৪৪ হিজরী ঐতিহাসিক মক্কা বিজয় এর দিন। পবিত্র রমজানের ২১ তারিখ থেকে নাজাত পর্বের শুরু। এ দিন হযরত মুহাম্মদ (সা:) মক্কা বিজয় করেন। অষ্টম হিজরীর পবিত্র রমজান মাসে রমজানুল মোবারকের ১০ তারিখ মহানবী হয়রত মুহাম্মদ (সা:) মদিনাতুল মনোওয়ারাহ হতে দশ হাজার সাহাবীর বিশাল বহর নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করে দুইশত আশি মাইল পথ পাড়ি দিয়ে ২১ রমজান শুক্রবার মক্কায় প্রবেশ করেন। মহানবী (সা:) এর হুকুমে পবিত্র কাবাঘর থেকে তিনশত ষাট’টি মুর্তি অপসারণ করার পর হযরত মুহাম্মদ (সা:) কাবা শরীফে প্রবেশ করেন। কাবাঘরে সালাত আদায় করে নবীজী মক্কাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষন দান করেন।
মহানবী হযরত (সা:) এর মক্কা বিজয় এর এ দিনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম শিল্পগ্রæপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম খতমে কোরআন, আলোচনা, মিলাদ মাহফিল এবং এতিম হাফেজদের সাথে নিয়ে ইফতারের মাধ্যমে পালন করেন।
আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত মক্কা বিজয়ের এ ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিকের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) আল্লাহর হুকুমে বিনা বাধায় ২১ রমজান শুরুবার মক্কা বিজয় করে কাবা শরীফে প্রবেশ করেন এবং নামাজ আদায় শেষে মক্কাবাসীদের উদ্যেশ্যে ভাষণ দেন। যা ইসলামের জন্য অতীব গুরুত্বপূর্ন ঘটনা। মহানবীজি এ দিনে তাঁর সাহাবাদের মাধ্যমে কাবাঘরকে মুর্তি মুক্ত করে পবিত্র করেন। তিনি বলেন, পবিত্র ইসলামের এ বিজয় থেকে যাত্রা শুরু হয়েছে যা কালকেয়ামত পর্যন্ত অটুট থাকবে।
এ সময় আলেম ওলামা সহ সমাজের বিভিন্ন স্তরের নাগরীকদের সাথে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম ও আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মান্নান। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম উপস্থিত এতিম হাফেজ ও ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে নিয়ে ইফতার করেন এবং পরে এতিম শিক্ষার্থীদের হাতে ঈদবস্ত্র তুলে দেন।