রৌমারীতে রিক্সা ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

মাসুদ পারভেজ রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রিক্সা ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসাবে চিনি সেমাই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৮ এপ্রিল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১২ টার দিকে কর্মহীন পরিবহন রিক্সা ভ্যান শ্রমিকদের ঈদ উপহার হিসাবে চিনি সেমাইসহ আরও বিভিন্ন সামগ্রী মিলে প্রায় ৩ শত পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন রৌমারী রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমাম আলী ইমন, রৌমারী সদস্য ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বাস মিনিবাস ইউনিয়ন শাখার সভাপতি মতিন মিয়া, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম ও অন্যন সদস্য রোস্তম আলী, কদর আলী, মিজানুর রহমান, আব্দুর রউফসহ আরও অনেকে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয় অতি দরিদ্র এসব অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য এটি ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে শ্রমিক ইউনিয়নস দরিদ্র ভ্যান ও রিক্সা চালকদের মাঝ এমন উপহার বিতরণ অব্যাহত থাকবে বলে জানান রাতা। উল্লেখ্য এর আগেও করোনার মহামারীর উপজেলার শ্রমিক ইউনিয়ন এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সহযোগিতা করেন।