
পঞ্চগড় জেলা প্রতিনিধি ; পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। ২৬ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে কালেক্টরেট চত্বরে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপপরিচালক(উপসচিব), স্থানীয় সরকার জনাব মো: আজাদ জাহান মহোদয়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস, এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: আমিরুল ইসলাম, সিভিল সার্জন, পঞ্চগড় মহোদয়ের প্রতিনিধি মেডিক্যাল অফিসার ডা. এস এম শরীফ আফজাল, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন মসজিদ এর পেশ ইমামগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, স্কাউটস, গার্লস গাইডস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ১১২