
প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২ মে মঙ্গলবার সকালে হাসপাতালের তত্ত¡াবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখফজলে রাব্বির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এর পর একটি বৃক্ষের চারা রোপন ও কেক কেটে দিবসটি পালন করা হয়। হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক-নার্স ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। হাসপাতালের তত্ত¡াবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আন্তরিকতার কারণে দেশের হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আগামী ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।