
প্রেস বিজ্ঞপ্তি ; মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম অটোরিকশা ও অটেটেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৪৪১)‘র এক সমাবেশ আজ ১লা মে সকাল ১০টায় সিআরবি চত্বরে বিশিষ্ট শ্রমিক নেতা ও ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো: সোলায়মান, সহ-সম্পাদক মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়নের অর্থ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা হাসান মোল্লা, হাজী শফিক, কামাল ভান্ডারী, হাটহাজারী থানা শাখার সভাপতি মো: আলী আকবর, পাহাড়তলী থানা শাখার সভাপতি মো: মানিক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন নো পার্কিং মামলা ঢাকা সিটিতে জরিমানা করা হয় ১হাজার টাকা, ঠিক সেইম মামলায় চট্টগ্রাম সিটিতে জরিমানা করা হচ্ছে ৩হাজার টাকা। এক দেশে দুই ধরনের আইন প্রয়োগ খুবই দু:খজনক ও হাস্যকর। নেতৃবৃন্দ বলেন, সিএনজি পেট্টোলচালিত-৪ স্ট্রোক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা ২০০৭‘ এর অনুচ্ছেদ-চ (৩) ধাারার নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের দাখিল করা (১৫১টি স্পট) তালিকার ভিত্তিতে সিএনজি অটোরিকশার জন্য নগরীতে স্ট্যান্ড বা পার্কিং-প্লেস দিতে হবে। স্ট্যান্ড বা পার্কিং প্লেস না দিয়ে বেআইনিভাবে নো-পার্কিং মামলা দেওয়া বন্ধ করতে হবে। তাছাড়া কর্তব্যরত কিছু সংখ্যক সার্জেন্টদের মামলার ‘দৈনিক কৌটা’ পূরণের অসহায় বলি বানিয়ে ‘নো-পার্কিং প্রতিবন্ধকতা সৃষ্টি’ প্রভৃতি মিথ্যা অজুহাতে চালকদের বিরুদ্দে মামলা ও হয়রানি কঠোরভাবে বন্ধ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, একদিকে মালিকের অতিরিক্ত জমা অন্যদিকে পুলিশী নির্যাতন সহ্য করে চালকদেরকে জীবন জীবিকার জন্য যুদ্ধ করে যেতে হচ্ধেসঢ়;্ধসঢ়;ছ। নিবন্ধনের আশায় ইউনিয়নের যে সব
সদস্য গাড়ী ক্রয় করেছে সে সব গাড়ীসহ ৪ হাজার গাড়ীর রেজিষ্ধেসঢ়;্রশন দেওয়ার জন্য বিআরটিএ’র প্রতি অনুরোধ জানানো হয়। কাল বিলম্বে না করে সেই গাড়ীগুলোকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার
কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহŸান জানান। বক্তারা আরো বলেন, সিএনজি চালিত অটোরিকশা গুলো কন্ট্রাক ক্যারিজ বা চুক্তি ভিত্তিক দৈনিক জমার ভিত্তিতে চলাচলের কারণে পুলিশের দেয়া মামলার সকল জরিমানা চালকদের বহন করতে হয়। তাই সড়ক পরিবহন আইন সংশোধন করে ছোট গাড়ির জরিমানার হার বর্তমানে এক চতুর্থাংশ নিধারণ করতে হবে। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার চালকদের
মানবিক দিক বিবেচনা করে পস্ধসঢ়; মেশিনের অটো ডাবল জরিমানা সিস্টেম বাতিল করে জরিমানা সহনীয় পর্যায়ে রাখার আহবান জানান।
সভাপতির বক্তব্যে হাজী মো: কামাল উদ্দিন বলেন, আমাদের ন্যায্য দাবীগুলো অত্যন্ত ন্যায় সঙ্গত। শ্রমিকদের রুটি রুজির জন্য অবিলম্বে দাবী গুলো নেমে নিতে হবে। তিনি বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই না। আমরা পরিবার পরিজনসহ অধিকার নিয়ে বাঁচতে চাই। সমাবেশ শেষে এক বিশাল মিছিল সিআরবি-কদমতলী-বিআরটিসি হয়ে রেলষ্টেশনে গিয়ে শেষ হয়।