নিজস্ব প্রতিবেদক : বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ কলকাতার উদ্যোগে আন্তর্জাতিক সাংস্কৃতিক আড্ডা ও কবিপক্ষ উদযাপন হবে ৭ মে রবিবার বিকাল ৩ টায়। বাংলা নববর্ষ ১৪৩০ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ভারত ও বাংলাদেশের শিল্প-সাহিত্য – সংস্কৃতি অঙ্গনের আমন্ত্রিত গুণীজনদের নিয়ে অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠান।অনুষ্ঠানটি সংস্থার কলকাতা কার্যালয় ১৯ বনমালী নস্কর রোড (বেহালা থানার উল্টোদিকে গোবিন্দ মিষ্টি দোকানের পাশে) অনুষ্ঠিত হবে। বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ এর কর্নধার দীপক বন্দোপাধ্যায় জানান অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা,গান, আবৃত্তি ও স্ব-রচিত গল্প ও কবিতা পাঠ করবেন অনেক প্রতিষ্ঠিত কবি ও গুনী লেখকরা। বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেবেন রাজশাহীর লেখক ও সমাজ সেবক আসাদদুজ্জামান জুয়েল,চট্টগ্রাম থেকে আগত কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীন, কলকাতার বিশিষ্ট সাংবাদিক, চিত্র পরিচালক ও লেখক পার্থ ভট্টাচার্য। আলোচনার বিষয় নির্ধারন করা হয়েছে “বিশ্ব সাহিত্যের বিস্ময় রবীন্দ্র নাথ ঠাকুর, “সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সন্দ্বীপ ও রবীন্দ্র সাহিত্যে আমি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার থাকবেন হ্যালো টেস্টিং ও বার্তা এখন। অনুষ্ঠানটি সফল ভাবে সুসম্পন্ন করার জন্য সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন আয়োজক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।