
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী প্রচারণার অংশহিসেবে মনিয়ন্দ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন, স্থানীয় সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। ইউনিয়নের গুরুত্বপূর্ণ দশটি স্পটে গণসংযোগ ও পথসভা করার কথা থাকলেও, অনির্ধারিত এক নারী সমাবেশে উপস্থিত হন আইনমন্ত্রী। মঙ্গলবার দুপুরে দক্ষিণ টনকি নিজ বাড়িতে নারী সমাবেশের আয়োজন করেন, আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা নাসরিন শফিক আলেয়া। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া’র আমন্ত্রণে ও আইন মন্ত্রীর আগমনের কথা শুনে এলাকার বিভিন্ন বয়সী প্রায় তিন শতাদিক নারী উপস্থিত হন।
শুরুতে প্রধান অতিথি মাননীয় আইন মন্ত্রী মহোদয় কে ফুলের তোড়া দিয়ে বরণ করার পর অনুষ্ঠানের আয়োজক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া জানান, আমার অনেক দিনের ইচ্ছে ছিল স্থানীয় সংসদ সদস্য মাননীয় আইন মন্ত্রী মহোদয়কে আমার বাড়িতে দাওয়াত করে আনা, কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠে নি। কর্মমঠ পথসভা শেষে মন্ত্রী মহোদয় টনকী যাওয়ার সময় আমার বাড়িতে আসার ব্যবস্থা করি। এলাকার নারীদের সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়ের সরাসরি কথা বলার সুযোগ করার উদ্দেশ্যেই এ আয়োজন করেন বলে তিনি জানান। আর একসাথে অনেক মহিলার সঙ্গে সরাসরি কথা বলতে পেরে খুশী মাননীয় মন্ত্রী মহোদয়, এসময় মহিলাদের পক্ষ থেকে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনে মাননীয় মন্ত্রী মহোদয় কে আবারো তারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অন্যান্য পথসভা ও গণসংযোগে যোগ দিতে মোটরসাইকেল যোগে টনকীর উদ্দেশ্যে যাত্রা করেন মাননীয় আইন মন্ত্রী।
পড়েছেনঃ ১২৪