
বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : উন্নয়ন, অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকায় ভোট দিন, এই শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন, স্থানীয় সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিনারকোট আনন্দ বাজার সফিকুল ইসলাম মার্কেট প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত পথসভায় এলাকাবাসীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার ও যুবলীগ নেতা, সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম সবুজ।
এসময় এলাকাবাসীর পক্ষ থেকে খাল সংস্কার, রাস্তা মেরামত, স্কুল ভবন সংস্কার ও নতুন ভবন তৈরি সহ এলাকার বিভিন্ন সমস্যার কথা আইন মন্ত্রীর নিকট তুলে ধরা হয়। এছাড়াও সকলের উন্নয়নের স্বার্থে আবারো নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন এলাকাবাসী। পথসভায় আইনমন্ত্রী বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের সুখে দুখে সব সময় পাশে আছি, এলাকার জনগণ যদি আমাকে সুযোগ দেয় তাহলে ভবিষ্যতেও আপনাদের সেবা করতে চাই। এলাকার অবশিষ্ট উন্নয়নমূলক কাজ সমূহ দ্রুত সময়ের মধ্যেই শেষ করা হবে বলে জানান আইন মন্ত্রী। মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে পথসভায় নারী পুরুষ সহ প্রায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন)।
পড়েছেনঃ ১৩৩