আখাউড়ায় খারকোট প্রাথমিক বিদ্যালয় মাঠের পথসভায় আইনমন্ত্রী

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নে নির্বাচনী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ২রা মে মঙ্গলবার গণসংযোগ ও পথসভা করেন, স্থানীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। এরই অংশ হিসেবে গত ২রা মে মঙ্গলবার দুপুরে স্থানীয় খারকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলম মেম্বার ও এলাকার প্রবীন ব্যাক্তিরা।
পথসভা থেকে থেকে জানানো হয়, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সংস্কার ও নতুন ভবন তৈরি, গ্রামের পূর্বপাড়ার ক্ষতিগ্রস্থ রাস্তা টি মেরামত করা, খাল খনন সহ এলাকার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের দাবী জাননো হয় আইনমন্ত্রীর নিকট। গনসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সুখে দুঃখে আমি সর্বদা পাশে আছি। বিগত ১৫ বছরে যে রাস্তার সংস্কার করা হয়নি আমি তা ৫মাসে করে দেব, এছাড়াও এলাকায় বেশকিছু উন্নয়ন মূলক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে করা হবে বলে প্রতিশ্রুতি দেন আইন মন্ত্রী। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় সার্বিক উন্নয়নের স্বার্থে আবারো নৌকায় ভোট দিয়ে তাকে আইন মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। গনসংযোগ ও পথসভায় কসবা ও আখাউড়া পৌরসভার মেয়র, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীসমর্থক, নারী পুরুষ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।