
প্রেস বিজ্ঞপ্তি : ফটিকছড়ি লেলাং ইউনিয়নে অবস্থিত এশা আতুল ইসলাম (চাড়ালিয়াহাট) মাদরাসার জামাতে মেশকাতের সবক প্রদান অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ইসলামি দ্বীনি শিক্ষা অর্জন ব্যতিত দুনিয়া ও আখেরাতে মুক্তি পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ইসলামি শরীয়তের সঠিক ও পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব ধ্বংস করার জন্য ইসলামী বিরোধী অপশক্তি যে অপতৎপরতা চালাচ্ছে তার বিরুদ্ধে ইসলাম রক্ষার চেতনা নিয়ে লড়াই করতে হলে নিজেদের উপযুক্ত ইসলামি সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। দ্বীন ইসলাম ও মুসলমানদের ঈমান রক্ষায় ক্বওমী মাদরাসাগুলো অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি।
১৩ মে শনিবার সকাল ১০টায় মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম (বড় হুজুর) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ডেমোক্রেটিক কমিটি পার্সন মোহাম্মদ হারিছ, মাওলানা ওসমান, মুফতি খালেদ হোসাইন, হাফেজ রশিদ আহমেদ, সমাজসেবক মাহাবুবুল আলম, ইউপি সদস্য তওহীদুল আলম, মোহাম্মদ ইউনুস, প্রবাসী নাজিম উদ্দীন কানন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অনুষ্ঠান সফলতায় দায়িত্বশীল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবক প্রদান শেষে মাদরাসা ও মাদরাসার শিক্ষার্থীদের উন্নতি এবং দেশের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।