
প্রেস বিজ্ঞপ্তি : কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের আজিজ সরকার বাড়ির মো: অরুন সরকার এর ছোট মানসিক প্রতিবন্ধী, মেয়ে মোসাঃ আকলিমা আক্তার (রুনা) গতকাল দুপুর ২টায় নিজ বাড়ি থেকে নিখোজ হয়, তার গায়ের রঙ শ্যামলা, উচ্চতা সাড়ে তিন ফুট, তার পড়নে হলুদ রঙ্গের জামা ছিলো, সে কথা বলতে পারলেও কারো সাথে কথা বলে না। নিখোজ হওয়ার পর পরিবার ও সংশ্লীষ্ট আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি, মেয়েটির সন্ধান চায় তার পরিবার… তাকে কোথাও পেয়ে থাকলে মেয়েটির বড় ভাইয় মামুন’র +8801618862191 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
পড়েছেনঃ ১৩৩