ক্রেজি ক্রেকার্স আয়োজিত লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ক্রেজি ক্রেকার্স এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো এক দিনব্যাপী লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতরাতে নগরীর ডবলমুরিং থানাধীন একটি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাচ্চি ডাইন এর পরিচালক মোঃ সাহাবউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শরীফ স্ক্র সেন্টার এর স্বত্তাধিকারী শরিফুল ইসলাম। টূর্নামেন্ট পরিচালনা কমিটির আমজাদ আলী রিয়াদ, শরীফ, আরমান আলী, আমিন শরীফ, রাসেল হাসান ও টুনামেন্টের অনান্য সদস্যবৃন্দ এছাড়া এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত টূর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহন করে।টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল মরহুম আবদুস সোবাহান স্মৃতি সংসদ ও রানার্স আপ দল মরহুমা সালমা খাতুন স্মৃতি সংসদ অনুষ্ঠানে আগত অতিথিদের কাছ থেকে ট্রপি গ্রহন করেন। এছাড়া টূর্ণামেন্টে ম্যান অব ম্যাচ, মেডেল সহ অনান্য পুরষ্কার গ্রহন করেন অতিথিদের কাছ থেকে। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এছাড়া খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা সম্ভব। উল্লেখ্য এ টূর্ণামেন্ট আয়োজনে সার্বিক ভাবে সহযোগিতা করছেন কাচ্চি ডাইন, শরিফ স্ক্র স্টোর।