প্রথম প্রহর ফাউন্ডেশন সীতাকুণ্ড শাখার উদ্যোগে ভালোবাসার শীতবস্ত্র উপহার ও আলোচনা সভা সম্পন্ন

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: ২২ জানুয়ারি শনিবার বিকাল তিনটায় কেদারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক অসহায় হতদরিদ্র অবহেলিত শীতার্তদের মাঝে ভালোবাসার শীতবস্ত্র উপহার দেওয়া হয় । প্রথম প্রহর ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম সোহেল এর সভাপতিত্ত্বে একুশে পত্রিকার সাংবাদিক এম কে মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, উদ্ভোদকঃ সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী,বিশেষ অতিথিঃ সমাজসেবক লিয়াকত আলী, যুবলীগ নেতা প্রতাপ দেব নাথ, শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী সেবা শ্রমের সভাপতি বাবু মানিক দাস, সমাজকর্মী রাজু কর্মকার।এসময় আরও বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সনজিত কর্মকার, সাংবাদিক ও সংগঠক ফারহান সিদ্দিকী, সাংবাদিক ও সংগঠক জয়নাল আবেদীন সদস্য মোঃ রফিকুল ইসলাম ইমন আজীবন সদস্য মোঃ রিয়াজ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা প্রথম প্রহর ফাউন্ডেশন সীতাকুণ্ড শাখার এমন উদ্যোগ কে সাধুবাদ জানান ও ভূয়সি প্রংসশা করেন এবং ভবিষ্যতে এই ধরনের ব্যতিক্রমধর্মী সামাজিক ও মানবিক কার্যক্রম চলমান রাখার নির্দেশনা দেন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহবান করেন।