
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে টাইগারপাস- ফৌজদারহাট ডি সি পার্ক -পতেংগা সমুদ্র সৈকত রুটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পর্যটক বাস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১০ই জুন শনি বার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
উদ্বোধন পূর্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম হলো প্রাচ্যের রাণী, গাছপালা-সাগর-পাহাড় বেষ্টিত পুরো চট্টগ্রাম একটি পর্যটন স্থান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পর্যটক বাস, চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণে সহায়ক হবে, এতে করে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে। সভায় প্রধান অতিথি আরও জানান, এই বছরের শেষের দিকে ২০টি নতুন ইলেকিট্রক দোতলা গাড়ি সংযোজন করা হবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও ট্যুরিষ্ট পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সাভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অসংখ্য পর্যটন স্থান রয়েছে, পর্যটকদের অসুবিধার কথা চিন্তা করে চট্টগ্রাম জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। ২টি পর্যটক বাস উপহার পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চেয়ারম্যান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধন শেষে পর্যটক বাস দুটি ফৌজদারহাট ডি সি পার্ক হয়ে পতেঙ্গার উদ্দেশ্যে যাত্রা করে। পতেঙ্গা সমুদ্র সৈকতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ২য় পর্বের উদ্বোধন করেন।