১৫ নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগ এর বৃক্ষ রোপন

“গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগিয়ে যত্ন করি সুস্হ প্রজম্মের দেশ গড়ি” মাননীয় প্রধান মন্ত্রীর এ শ্লোগানের ধারাবাহিকায়  ১৯ জুন সকালে বাগমনিরাম ওয়ার্ডস্হ কাজির দৈউরী মহল্লা কবরস্হানের চারপাশে ওয়ার্ড আওয়ামীলীগের বৃক্ষ রোপন করা হয়।এসময় উপস্হিত ছিলেন প্যানেল মেয়র ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ,সভাপতি আবদুল আজীম,সাধারন সম্পাদক সাইফুল আলম বাবু,সহ-সভাপতি শাহাজান রতন,আবদুল জলিল,যুন্গ সম্পাদক আহিল সিরাজ,রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম,বন ও পরিবেশ সম্পাদক মোঃ সেলিম,আজাদ হোসেন,জসিম মিয়া,মোঃ সাহেদ হোসেন হিরা,আহেমুদুল হক আনোয়ার,মাহাবুল আলম,সাধন দে,মোঃ ইসমাইল , আবুল হাসনাত সুমন,রাসেল বাবু, জাহাঙ্গীর আলম সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।