ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ মোটর সাইকেল আরোহীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় হেলমেট না পড়া ও মোটর সাইকেলের লাইসেন্স না থাকায় ১৭ মোটর আরোহীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৃথক এ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় নয়জন মোটর সাইকেল আরোহীকে ১৭ হাজার পাঁচশ’ টাকা ও বিজয়নগরে আটজন মোটর সাইকেল আরোহীকে ১৩ হাজার ১০০টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন শহরের থানা ব্রীজের সামনে অভিযান পরিচালনা করেন। অপরদিকে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বিজয়নগর উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট মোটর সাইকেল আরোহীকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ বলেন, ‘সবার আগে নিজের নিরাপত্তা। হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো অপরাধ ও ঝুঁকিপূর্ণ। রাস্তায় চলাচলের সময় বেশিরভাগ সময়ে মোটরসাইকেল দূর্ঘটনায় হেলমেট না থাকায় মাথায় আঘাত পায়। এই দুর্ঘটনা থেকে নিরাপত্তার জন্য হেলমেটের প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।’
বিজয়নগরের ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, সড়কে নিরাপত্তা আনয়নের লক্ষ্যে, দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে সড়ক পরিবহন আইন ২০১৮ আইনের ধারা মতে হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অপরাদে নয়জনকে জরিমানা করা হয়।