
চট্টগ্রাম জেলা প্রশাসক এর উদ্যোগে ২৩ সালে ২৩ লাখ গাছ রোপণের কর্মসূচীর আওতায় হাটহাজারী উপজেলা প্রশাসন ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাকর আলী চৌধুরী স্মৃতি সংসদ এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮ জুলাই সকাল ১১ টায় মির্জাপুর ইউনিয়ন এর বাকর আলী চৌধুরী স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে এলাকার সচেতন নাগরিকদের মাঝে প্রায় ১ হাজার ফলজ ও চারাগাছ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত বাকর আলী চৌধুরী স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ হাজ্জাদ উদ্দিন চৌধুরী উজান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নূর,উপদেষ্টা ফজলুল করিম চৌধুরী লাভলু, সাবেক সভাপতি মোঃ আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরাফাত চৌধুরী ভুবন,মোঃ ইউসুফ,হাফেজ উমর ফারুক প্রমুখ।
পড়েছেনঃ ২০০