
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন,জুয়া খেলা অনেক গুলা অপরাধের উৎস। জুয়া খেলায় হেরে গেলে বাসায় গিয়ে।বউ বাচ্চাদেরকে পিটাবে সংসারে অশান্তির সৃষ্টি হবে। জোয়ার টাকা ম্যানেজ করতে ইয়াবার ব্যবসা করে। এ থেকে চুরি, ছিনতাই, ডাকাতি শুরু করে।এক সময় জুয়া থেকে সব অপরাধে জড়িয়ে পড়ে। এই জোয়ার দিকে আমাদের বিশেষ নজর থাকবে। যাতে এলাকা থেকে জুয়া নির্মূল করা যায়। “বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”
এই স্লোগানকে সামনে রেখে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে বিট পুলিশিং এর আয়োজনে।মঙ্গলবার (১ আগস্ট) বিকালে পাকশিমুল গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন উপরোক্ত কথাগুলি বললেন।সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলামের সভাপতিত্ব উপস্থিত ছিলেন,জেলা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)মো. মারেফুল করিম,পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. আবু কাউছার হোসেন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সাইফুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আবু তালেব মিয়া।
সভা সঞ্চালনা করেন,সরাইল থানার এসআই মো.জয়নাল আবেদীন। জেলা পুলিশ সুপার- মোহাম্মদ শাখাওয়াত হোসেন আরও বলেন, যার বাড়িতে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে মামলা নেয়া হবে। এসব ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় অস্ত্র থাকবে না। মারামারি যদি লাগে, আর টেটা বল্লমের ঐ ছবি দেখে একটা একটা করে চিহ্নিত করা হবে। আর এ টেটা, বল্লম উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
পড়েছেনঃ ১৫