সাংবাদিক কল্লোলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

দৈনিক পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ সহ-সম্পাদক, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক সঞ্জয় মহাজন কল্লোলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১আগষ্ট) সাংবাদিক কল্লোলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি দৈনিক চট্টগ্রাম মঞ্চ ও দৈনিক ইনকিলাবের আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের মোঃ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলা’র আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ডেইলী অবজারভার’র উজ্জ্বল নাথ, সহ সাংগঠনিক দৈনিক সকালের সময়’র সুমন পল্লব, দপ্তর সম্পাদক দৈনিক অধিকার’র আবুল মনছুর, দৈনিক জনবাণীর মোহাম্মদ আবু নোমান উপস্থিত ছিলেন।