পিচ রাস্তায় কাঁদার রাজত্ব,থেমে গেছে যানচলাচল

পেকুয়া প্রতিনিধি: পিচ রাস্তায় কাঁদায় ভরপুর। পিচ রাস্তার ওপর চলছে কাঁদার রাজত্ব। কক্সবাজারের পেকুয়ায় সবক’টি গ্রামীন ও মহাসড়কের একই অবস্থা। সোমবার সরেজমিন গিয়ে দেখা মেলে এ দৃশ্য। গ্রামীন সড়কে যানচলাচল এক প্রকার বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়ছে সাধারন মানুষ। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলে সড়কের ওপর ঝরে পড়া মাটি ভিজে পিচ্চিল কাদায় পরিনত হয়। কয়েকটি সড়কে ঘুরে দেখাগেছে,পিচঢালাই সড়কের ওপর ২থেকে ৩ইঞ্চি কাঁদা জমা পড়েছে। পিচ্চিল কাঁদায় যানবাহন এক প্রকার বন্ধ রয়েছে। মোটরসাইকেলের আরোহী,মেহেদী হাসান ফরায়েজী বলেন, ফসলি জমি থেকে টপ সয়েল লুট হচ্ছে গত দুই মাস ধরে। সড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে মাটি ভর্তি ডাম্পার, পিকআপ। গাড়ি থেকে ঝরে পড়া মাটি বৃষ্টির পানিতে ভিজে কাঁদায় পরিনত হয়েছে। চোখের সামনে অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। অথচ প্রশাসন এখনো কোন ধরনের ব্যবস্থা নেইনি। হয়তো সড়কে প্রান ঝরলে টনক নড়তে পারে।

আরেক মোটরসাইকেল আরোহী মোস্তাকিম বলেন, ধনিয়াকাটা বাজার থেকে টইটং বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার এবিসি মহাসড়কের ওপর কাঁদার রাজত্ব চলছে। চোখের সামনে একটি মোটরসাইকেল উল্টে দুইজন আরোহী আহত হয়েছে। শুনেছি আরো দুর্ঘটনা ঘটে অনেকে আহত হয়েছে। গাড়ি চলাচল করা যাচ্ছেনা। অনেকে গাড়ি থেকে নেমে টেনে নিয়ে যাচ্ছে গাড়ি। সড়কের ওপর এসব মাটি ফসলি জমি থেকে লুট হওয়া ঝরেপড়া মাটি। অটোরিক্সা চালক কামাল হোসেন বলেন, বসে রয়েছি।রিস্ক নিতে চাইনা। সড়কের যে অবস্থা তাতে গাড়ি চলা সম্ভব নয়। সড়কের ওপর যেভাবে মাটি পড়ে আছে দেখলে মনে হয় কাচা সড়ক। জমির মাটি রাস্ত শেষ করে দিয়েছে। টইটং ফরায়েজী সড়ক হতে রাজাখালী আরবশাহ বাজার পর্যন্ত প্রায় ৬কিলোমিটার সড়কে গাড়ি চলাচল থমকে গেছে। রেজাউল করিম, রিদুওয়ান,ওমর ফারুকসহ কয়েকজন যাত্রী বলেন, অনেক্ষন ধরে বসে আছি বাড়ি ফেরার জন্য। গাড়ি যাচ্ছেনা। সড়কে পায়ে হেঁটে যাওয়াও দুস্কর।জমির উপুরি অংশ (টপসয়েল) সড়কের বারোটা বাজাইছে।

স্থানীয়রা জানায়, গত দুই মাস ধরে উপজেলার ৭ ইউনিয়নে চলছে ফসলি জমির টপ সয়েল লুটের মহোৎসব। একটি মাটিখেকো সিন্ডিকেট মাটি লুটে মেতেছে। অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কাজে মাটির প্রয়োজন। এ সুযোগকে কাজে লাগিয়ে মাটিখেকোরা জমির টপ সয়েল বিক্রি করে পকেটভারী করছে। প্রশাসনের চোখের সামনে দেদারছে মাটি লুট চললেও রহস্যজনকভাবে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেনা। ফলে তারা আরো বেপরোয়া হয়েছে। জানাগেছে,টইটং নাপিতখালী বিলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুবাইদুল্লাহ লিটন ও সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেনের নেতৃত্বে চলছে টপ সয়েল লুট। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসিফ আল জিনাত আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।