রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ’র কথিত এম ডি প্রতারক জাকির হোসেন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: পিরোজপুর জেলার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেখ বাড়ীর, মৃত আব্দুল মান্নান ও মাতা সাহেরা খাতুনের পুত্র মোঃ শাহ আলম দীর্ঘদিন যাবত চট্টগ্রামে বসবাস করার সুবাধে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ কার্যালয়, চৌধূরী মার্কেট, ২য় তলা, ইপিজেড মোড়, চট্টগ্রাম ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জমা রাখেন। টাকা ফেরত দেওয়ার সময় সীমা অতিবাহিত হওয়ার পর টাকা তোলার জন্য উক্ত অফিসে গেলে টাকা দিবে বলে টালবাহনা করে ঘুরাইতে থাকে। সর্বশেষ ঘটনার দিন টাকা চাইতে গেলে টাকা দিবে না বলে জানিয়ে দেয় এবং বিভিন্ন প্রকার অশ্লীল ভাষা ব্যবহারসহ প্রাণনাশের হুমকি দিলে টাকা আদায় ও হুমকির বিরুদ্ধে,চট্রগ্রাম, ইপিজেড থানায় মামলা নং- ২১/২০২১ তারিখঃ ২৬/১২/২০২১ইং ধারা ৪২০/ ৪০৬ /৫০৬ পেনাল কোট দায়েল করিলে ইপিজেড থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলামের নেতৃত্বে উক্ত থানার চৌকস পুলিশ অফিসারদের সহযোগিতায় ২৩ জানুয়ারী রাত অনুমান ০৯ ঘটিকার সময় রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কথিত এম ডি,  প্রতারক জাকির হোসেন কে গ্রেফতার করেন ইপিজেড থানাপুলিশ। প্রকাশ থাকে যে, উক্ত প্রতারক এমডি জাকির ইতিপূর্বে একাধিক মামলায় আদালত থেকে জামিন পেয়ে একই কায়দায় প্রতারণা করে যাচ্ছেন। এলাকা সূত্র গ্রাহক ও প্রাপ্ত তথ্য মতে আনুমানিক ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ করিয়াছে বলে জানা যায়।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত)  মো : নুরল বাশার জানান আমরা ইপিজেড থানাধীন সর্বসাধারণের জন্য কাজ যাচ্ছি। গ্রাহকেরা নির্ভয়ে আমাদের কাছে এসে অভিযোগ দিতে পারবেন। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। গ্রাহকদের আরও সচেতন হওয়ার কথা তারা বলেন। মানুষ অতি লোভে পরে বেশি মুনাফার আশায় অবশেষে তাদের সর্বোচ্চ হারায়।