শীতের দিন
-এম.আবু বকর সিদ্দিক
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
শীত বসন্ত বৃষ্টি,
বিচিত্রময় বসুন্ধরা
মহান রবের সৃষ্টি।
শীতের দিনে সবজি ক্ষেতে
টাটকা আনাজ হাসে,
জ্যান্ত মাছে সবজি রান্না
কে না ভালোবাসে!
শ্বশুর বাড়ি মধুর হাড়ি
পিঠা পায়েস পুলি,
গাঁয়ের বধু নতুুন গুড়ে
বানায় স্বাদের কুলি।
বন্দি থেকে গরম কাপড়
চোখের জলে ভাসে,
শীতের দিনে কদর পেয়ে
মনের সুখে হাসে।
জ্যাকেট জাম্পার কত কিছু
পরো শীতের দিনে,
দুস্থ গরিব শীতে কাঁপে
গরম কাপড় বিনে।
পড়েছেনঃ ৭৭