রাউজান থানার আলোচিত হত্যা মামলায় পলাতক আসামী আবু বক্কর ২৯ বছর পর গ্রেফতার 

চট্টগ্রামের রাউজান থানার মামলা নং- ০১(০৯)১৯৯৪; জিআর নং-৮৬/৯৪, দায়রা নং-৪১৯/৯৮, ধারা-৩৪২/১৪৯/৩০২ পেনাল কোড ১৮৬০ মামলার পলাতক আসামী আবু বক্কর’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানার আলোচিত ও চাঞ্চল্যকর ইকবাল হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী আবু বক্কর চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গরীব উল্লাহ পাড়া এলাকার নিজ বাসায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী আবু বক্কর (৪৮), পিতা- মাহবুব আলম, সাং- গরীব উল্লাহ পাড়া, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত  হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৯ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।